গোটা বিশ্বই এখন ফুটবল জ্বরে কাবু। আর সেই জ্বরে আক্রান্ত হয়ে সাইকেল চালিয়ে সূদূর রাশিয়া পাড়ি দিলেন কেরলের এক যুবক। আর্থিক সামর্থ্যও প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি তারা যাত্রাপথে। কেরলের চিরথালার বাসিন্দা ক্লিফিন ফ্রান্সিস প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন রাশিয়ায়।
২৮ বছরের এই যুবক ২৩ ফেব্রুয়ারি রওনা দিয়েছিলেন ভারত থেকে। প্রথমে ফ্লাইটে চড়ে দুবাই। সেখানে পৌছেই জমানো টাকা দিয়ে একটি সাইকেল কিনে নেন। তারপর আরব, ইরান, আজারবাইজান পাড়ি দিয়ে রাশিয়া পৌঁছোন। ফ্রান্সিসের বক্তব্য, ‘ছোটবেলা থেকেই আমি ফুটবল পাগল। আর্জেন্টিনা আমার প্রিয় টিম। কিন্তু প্রিয় দলের খেলা দেখা সম্ভব হবে না। এখানে থাকা ভীষণ ব্যয়বহুল। শুধু গ্রুপ পর্বের ডেনমার্ক ও ফ্রান্সের ম্যাচ দেখার সুযোগ পাব। তারপর একদিন কাটিয়ে আবার ফেরার পথ ধরব।’ যদিও একটাই স্বপ্ন এখনও বাকি রয়েছে। সেটা হল প্রিয় তারকা মেসির একটা সই সংগ্রহ। ইচ্ছাপূরণ হবেই, নিশ্চিত তিনি।
Be the first to comment