রাশিয়ার স্কুলে ভয়াবহ বন্দুকবাজের হানা। পর পর দু’বার দুই বন্দুকবাজের গুলি চালানোর ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। রাশিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রথম বার গুলি চালানোর ঘটনায়, এক শিক্ষক ও আট শিশুর মৃত্যু হয়। পরে আরও এক বন্দুকবাজের গুলিতে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনার সময় শিশুরা স্কুলের জানালা দিয়ে লাফ মারার চেষ্টা করছিল। এক বন্দুকবাজেও ইতিমধ্যেই নিকেশ করা সম্ভব হয়েছে।
মস্কো থেকে ৮২০ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার কাজান শহরের একটি স্কুলে এই ঘটনা ঘটে। আচমকা স্কুল চলাকালীন স্কুলের ভিতরে বন্দুকের গুলির শব্দ শোনা যায়। স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সশস্ত্র পুলিশ বাহিনী। এরপরই এক ১৭ বছরের এক বন্দুকবাজকে আটক করা হয়েছে ও দ্বিতীয় বন্দুকবাজকে গুলি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রাশিয়ার সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, স্কুলের সামনে দাঁড়িয়ে আছে একাধিক পুলিশের গাড়ি। আহতদের তৎপরতার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বন্দুকবাজ দুই কিশোর সঙ্গে আরও লোকজন এনেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। এই গুলির চালানোর পিছনে কী উদ্দেশ্য ছিল, সেটাও জানা যায়নি। তবে রাশিয়ায় এমন ঘটনা প্রথম নয়। এর আগে ২০১৮-তে ১৯ বছরের এক যুবক ক্রিমিয়ার একটি স্কুলে গুলি চালিয়ে ১৯ জনকে মেরে ফেলে। পরে সে নিজেও আত্মঘাতী হয়।
Be the first to comment