কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে যখন আন্তর্জাতিক মহলে একাধিক মত তখন ভারতের সিদ্ধান্তকে সমর্থন করল রাশিয়া। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে সংবিধান মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। জম্মু-কাশ্মীর ও লাদাখ সম্পর্কিত যা সিদ্ধান্ত নিয়েছে তা সংবিধান মেনেই, এমনই জানিয়েছে মস্কো। দুই পক্ষই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান করবে ও কোনওভাবেই হিংসা ও দ্বন্দ্বের সূত্রপাত হবে না এমনই কাম্য, এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রক।
রাষ্ট্রপুঞ্জের মতো রাশিয়ার তরফ থেকেও ১৯৭২ সালের সিমলা চুক্তি মেনে চলার আর্জি জানানো হয়েছে । ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক করার জন্য দীর্ঘকাল থেকেই আর্জি জানিয়েছে রাশিয়া।
Be the first to comment