ফিফা বিশ্বকাপ ২০১৮’র অফিসিয়াল গান মুক্তি পেতে যাচ্ছে। গানটির নাম ‘লিভ ইট আপ’। হলিউড তারকা উইল স্মিথ, ল্যাটিন গ্র্যামি এওয়ার্ড বিজয়ী নিকি জ্যাম এবং আলবেনিয়ার গায়ক ইরা ইসত্রেফি আগামী মাসে যৌথভাবে মস্কোতে গানটি পরিবেশন করবেন। সূত্রের খবর। আগামী ১৪ জুন রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ফিফা জানায়, ফিফা বিশ্বকাপ-২০১৮ এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে ‘লিভ ইট আপ’ তৈরি করেছে ডিজে এবং রচয়িতা ডিপলো। ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলার আগে লুজনিসি এরেনা স্টেডিয়ামের দর্শকের সামনে স্মিথ, নিসি জ্যাম এবং ইরা ইসত্রেফি কয়েকমিনিট ধরে এই গান পরিবেশন করবেন। এই সময় একশ’ কোটি লোক টিভিতে দর্শক হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি ২৫মে থেকে শোনার সুযোগ পাবেন। তবে আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন।
২২ দিন ধরে ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরো ১১টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই শহরগুলি হলো- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।
Be the first to comment