কাপ সামনে রেখে নতুন চেহারায় সেজে উঠেছে আয়োজক দেশ রাশিয়া। চতুর্দিকে সাজো সাজো রব। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যয় হয়েছে প্রায় ৯৪৫৪ কোটি ২৭ লক্ষ টাকা। এই হিসেব রাশিয়ার চেম্বার অব অ্যাকাউন্টের। বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন নতুন স্টেডিয়াম তৈরি ও সংস্কারসহ প্রচুর পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। বলা হচ্ছে, এটি হবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলার আসর। ১০ লক্ষেরও বেশি ফুটবলপ্রেমী বিদেশি অতিথিকে বরণ করতে প্রস্তুত রাশিয়া। দেশটির ১১টি শহরে ৩২টি ম্যাচ হবে। রাশিয়ায় অনেক শহর রয়েছে, যারা বছরে যা আয় করে, এবার সেটা আয় করবে এক মাসেই।
বিশ্বকাপ ছাড়া এই সময়ে রাশিয়া এই আর্থিক বৃদ্ধির দেখতে পেত না। দুই বছর নিম্নমুখী থাকার পর এবং পশ্চিমী নিষেধাজ্ঞা ও তেলের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও রুশ অর্থনীতি বিশ্বকাপের জন্য গতবছর দেড় শতাংশ হারে বেড়েছে। মার্কিন রেটিং সংস্থা মুডিজের বক্তব্য, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অর্থনৈতিকভাবে একধাপ এগোবে রাশিয়া। বিশ্বকাপকে সামনে রেখে বিনিয়োগ করা সব খাতে পড়বে ইতিবাচক প্রভাব। হোটেল, খাদ্য, পরিবহন এবং পর্যটন ব্যবসায় জোয়ার আসবে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে সাজানো হয়েছে একাধিক বিমানবন্দর। মানও বেড়েছে যাত্রী পরিষেবার। এছাড়া বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার জেরে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত এক দশকে রাশিয়ার জিডিপি থাকবে ২৬০০ কোটি থেকে ৩০৮০ কোটি ডলারের মধ্যে। বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় ২ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। রুশ অর্থনীতিতে টানা ১০ বছর বাড়তি গতি সৃষ্টি করবে এবারের বিশ্বকাপ ফুটবল। এমনকি বিশ্বকাপ ফুটবল রুশদের অতিরিক্ত ব্যায়াম করতে উদ্বুদ্ধ করবে, মানুষ কম অসুস্থ হবেন এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে!
Be the first to comment