জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেন সহজ আত্মসমর্পণ করে নিচ্ছে টেম্পারিং কান্ডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে ২৬৭ রানে। আর সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিড ৪০১ রানের। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৮ রান তোলার পর দ্বিতীয় ইনিংসেও তারা ব্যাটে সফল। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে হারিয়ে ১৩৪ রান তুলে ফেলেছে। ৩৯ রানে ব্যাট করছেন ওপেনার এলগার। তার সঙ্গে ব্যাট করছে ফ্যাফ ডু প্লেসি। তিনি অপরাজিত আছেন ৩৪ রানে।
এর আগে অস্ট্রেলিয়া ইনিংসে সর্বোচ্চ রান অধিনায়ক টিম পেইনের। তিনি ৬২ রান করে রাবাদার বলে ফিরে যান। এছাড়া উসমান খাজা এবং কামিন্স যথাক্রমে ৫৩ ও ৫০ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা : ৪৮৮, ১৩৪/৩ (এলগার ৩৯ অপ., ডু প্লেসি ৩৪ অপ., মার্করাম ৩৭; কামিন্স ২/২৮)।
অস্ট্রেলিয়া : ১ম ইনিংসে ২২১/১০ (পেইন ৬২, খাজা ৫৩, কামিন্স ৫০; ফিলান্ডার ৩/৩০, রাবাদা ৩/৫৩, মহারাজ ৩/৯২)।
ফাইল ছবি
Be the first to comment