দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট

PORT ELIZABETH, SOUTH AFRICA - MARCH 09: Kagiso Rabada of South Africa celebrates the wicket of Steven Smith (capt) of Australia during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and Australia at St George's Park on March 09, 2018 in Port Elizabeth, South Africa. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)
Spread the love

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেন সহজ আত্মসমর্পণ করে নিচ্ছে টেম্পারিং কান্ডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে ২৬৭ রানে। আর সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিড ৪০১ রানের। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৮ রান তোলার পর দ্বিতীয় ইনিংসেও তারা ব্যাটে সফল। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে হারিয়ে ১৩৪ রান তুলে ফেলেছে। ৩৯ রানে ব্যাট করছেন ওপেনার এলগার। তার সঙ্গে ব্যাট করছে ফ্যাফ ডু প্লেসি। তিনি অপরাজিত আছেন ৩৪ রানে।
এর আগে অস্ট্রেলিয়া ইনিংসে সর্বোচ্চ রান অধিনায়ক টিম পেইনের। তিনি ৬২ রান করে রাবাদার বলে ফিরে যান। এছাড়া উসমান খাজা এবং কামিন্স যথাক্রমে ৫৩ ও ৫০ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা : ৪৮৮, ১৩৪/৩ (এলগার ৩৯ অপ., ডু প্লেসি ৩৪ অপ., মার্করাম ৩৭; কামিন্স ২/২৮)।
অস্ট্রেলিয়া : ১ম ইনিংসে ২২১/১০ (পেইন ৬২, খাজা ৫৩, কামিন্স ৫০; ফিলান্ডার ৩/৩০, রাবাদা ৩/৫৩, মহারাজ ৩/৯২)।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*