(প্রতীকী ছবি)
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বুধবার উন্মুক্ত হৃৎপিন্ড নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সবং হাসপাতালে স্থানীয় বাসিন্দা সুষমা দাসমাল-কে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়। পরে এই হাসপাতালেই তিনি এক শিশুর জন্ম দেন। কিন্তু সেই শিশু কে দেখেই চমকে ওঠেন হাসপাতালের চিকিৎসকরা।
জানা গিয়েছে, সদ্যজাতটির হৃৎপিন্ড টি শরীরের বাইরে বুকের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাই আর কালবিলম্ব না করে সবং গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুরা এই সদ্যজাতটি কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে শিশুটিকে ভর্তি করা হলেও পরে শল্যচিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
Be the first to comment