আজ খুলছে শবরীমালা মন্দির। ১৬ নভেম্বর শনিবার থেকে শুরু হতে চলেছে বার্ষিক মণ্ডল পুজো। ৪১ দিন ধরে শবরীমালায় চলবে এই উৎসব। জানা গেছে সব বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে কোনও মহিলাই বিশেষ করে অ্যাক্টিভিস্টদের জন্য কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হবে না। যদিও একথা আগেই জানিয়েছিল কেরল সরকার।
শনিবার বিকেল ৫টা থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে শবরীমালার দরজা। সরকারের তরফে প্রায় ১৫০ বাস চালু করা হয়েছে। শবরীমালা থেকে ১৮ কিলোমিটার দূরের পাম্বা এবং নিলাক্কল থেকে এইসব সরকারি বাসে চড়েই মন্দিরে আসতে পারবেন ভক্তরা।
Be the first to comment