২৮ সেপ্টেম্বর সবরীমালায় ১০-৫০ বছর বয়সী মহিলাদের ঢোকার উপর নিষেধাজ্ঞা খারিজ করে যুগান্তকারী রায় দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু তারপরেও এতটুকু বদলায় নি পরিস্থিতি। মহিলাদের প্রবেশ নিয়ে একের পর এক বাধা সৃষ্টি হয়েছে মন্দিরে। এবার সুপ্রিম কোর্টের রায়ের পর প্রথম মন্দিরে প্রবেশ করলেন দুই মহিলা।
জানা গিয়েছে, ভোর ৩.৪৫ নাগাদ মন্দিরে প্রবেশ করেন বিন্দু ও কনকদুর্গা নামে দুই মহিলা। দুজনেরই বয়স ৫০ এর কম। মন্দিরে ঢুকে তাঁরা পুজোও দিয়েছেন বলে দাবি। মন্দিরে ঢোকার ডিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দুজনে। ভিডিওতে মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীকেও।
যদিও, আয়াপ্পা ধর্ম সেনা নেতা রাহুল এশওয়ার জানিয়েছেন ওই দুই মহিলার দাবি সম্ভবত সত্যি নয়। ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে, জানিয়েছেন এশওয়ার।
Be the first to comment