সংকল্প যাত্রায় সব্যসাচীতেই আস্থা বিজেপির

Spread the love

বিজেপিতে যোগদানের পর নতুন দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। শোভন চট্টোপাধ্য়ায় বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন। সব্য়সাচীকে দায়িত্ব দিয়েছে দল। এদিকে দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি মোহন রাও জানিয়ে দিয়েছেন, শীর্ষ নেতৃত্ব যে ভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করবেন। যাঁকে দায়িত্ব দেবেন তাঁকে সঙ্গে নিয়েই সঙ্কল্প যাত্রা হবে। ইতিমধ্য়ে সব্য়সাচী দত্তর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ অক্টোবর থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রে ‘গান্ধী সংকল্প যাত্রার’ সূচনা করতে চলেছে রাজ্য বিজেপি। জানা যাচ্ছে, ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ব্যাপী এই যাত্রা চলবে।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায়, এই যাত্রার মাধ্যমেই রাজ্যের মানুষের কাছে ‘জাতির জনক’-এর আদর্শ পৌঁছে দিতে চায় ভারতীয় জনতা পার্টি। দিলীপবাবু আরও বলেন আমাদের বিধায়ক এবং সাংসদদের লোকসভা নির্বাচনে আমরা যারা জিতিনি, সেখানে বিধায়কদের আমরা কাজে লাগাচ্ছি। শোভনদা বাইরে আছেন। কথা হয়েছে ওনার সঙ্গে। সব্যসাচী ফ্রি। তাঁকে আমরা দক্ষিণ কলকাতায় গান্ধী সংকল্প যাত্রার নেতৃত্ব এবং ওখানকার কার্যকর্তাদের সঙ্গে থাকার জন্য দায়িত্ব দিচ্ছি।

সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বিধাননগরের মেয়র সব্য়সাচী দত্ত। তিনি আদতে উত্তর ২৪ পরগনার রাজারহাট-নিউটাউনের বিধায়ক। তবে বিজেপি তাঁকে দক্ষিণ কলকাতার গান্ধী সংকল্প যাত্রার দায়িত্ব দিয়েছে। সব্য়সাচী বলেন, দল দায়িত্ব দিয়েছে এটা আমার সৌভাগ্য়। আমার ব্য়ক্তিগত ব্য়াপার নয়। সমষ্টিগত দলের ব্য়াপার। দলের দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। সবাইকে নিয়ে কাজ করব। জেলা সভাপতিকে সামনে রেখে কাজ করব।

বিজেপির দক্ষিণ কলকাতার সভাপতি মোহন রাও বলেন, আমার সঙ্গে সব্য়সাচী দত্তর কথা হয়েছে। তবে সম্প্রতি শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তেমন একটা কথা হয়নি। কিন্তু আমরা এসব নিয়ে ভাবছি না। দল যে দায়িত্ব দেবে তা পালন করব। যাঁর নেতৃত্বে কাজ করতে নির্দেশ দেবে তাঁকে নিয়ে কাজ করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*