বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিজেপিতে যোগ দেওয়া একদা দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার থেকেই এই নিরাপত্তাবলয় পাবেন রাজারহাটের বিধায়ক।
নেতাজি ইনডোরে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন জাগরণ সভার দিনি সব্যসাচী যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। অমিত শাহের সামনেই তাঁর বক্তৃতায় আর্জি জানিয়েছিলেন, কাশ্মীর এখন শান্ত হয়ে গিয়েছে। এবার আপনি বাংলাটাকে বাঁচান।
সব্যসাচী বিজেপিতে যোগ দেওয়ার পর অনেকেই বলেছিলেন, এই যোগদান আর যাইহোক শোভন চট্টোপাধ্যায়ের মতো হবে না। সব্যসাচী গেরুয়া শিবিরে সরকারি ভাবে শোভনের পরে গেলেও, তাঁকে কলকাতা জেলার একাধিক দায়িত্ব দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। গান্ধী সঙ্কল্প যাত্রার কলকাতার সমস্ত কর্মসূচির দায়িত্ব পড়ে বিধাননগরের প্রাক্তন মেয়রের কাঁধে। নতুন দলে দায়িত্বের সঙ্গে নিরাপত্তার বহরও বেড়ে গেল সব্যসাচীর।
এ প্রসঙ্গে সাংবাদিকদের রাজারহাট-নিউটাউনের বিধায়ক বলেন, চিঠি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে আমায়। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার, সিআইএসএফ, রাজ্য সরকারের এসবি-র লোকেরা এসেছিলেন। বুধবার বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তায় ১২-১৩ জন রয়েছেন। কেন ওয়াই ক্যাটাগরি দেওয়া হল জানি না।
তৃণমূল ছাড়ার পরের দিনই সব্যসাচীর নিরাপত্তারক্ষী তুলে নিয়েছিল নবান্ন। তারপর থেকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছিলেন তিনি। তবে এ বার তাঁর নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার।
Be the first to comment