সব্যসাচী দত্তের গণেশ পুজোয় এবারের সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হলো বিজেপি নেতাদের উপস্থিতি। সোমবারের অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেননরা। এদিন পুজোর উদ্বোধনও করেন তাঁরা। চলে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময়ও।
এদিনের অনুষ্ঠানে সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, সব্যসাচী হলেন এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। সেজন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল আরও বলেন, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।
মুকুল রায়ের কথার রেশ টেনেই সব্যসাচী বলেন, “আমি সারদা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিসের ভয় নেই।
উল্লেখ্য, সব্যসাচীর পুজোয় বিজেপি নেতা মুকুল রায় ঢুকতেই এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে। সব্যসাচী দত্তের গণেশ পুজোর মণ্ডপের চূড়াতেই পদ্ম যেন বলছে সব্যসাচীর বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে এদিন গণেশ পুজোর উদ্বোধন ঘিরেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় উত্তর ২৪ পরগনার জগতপুরে। কাঁচরাপাড়ার যুব নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গতকাল গুন্ডা পুলিস বিজেপির ওপর আক্রমণ করেছিল। কাঁচরাপাড়ায় পুলিসকে দিয়ে আক্রমণ করা হচ্ছে। সাংসদ, বিধায়করাই সুরক্ষিত নন। সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে?
Be the first to comment