আপনি কাশ্মীরকে ঠাণ্ডা করে দিয়েছেন কিন্তু আমার বিনীত অনুরোধ আপনি বাংলাকেও ঠাণ্ডা করে দিন। যাতে আমরা বাংলার মানুষরা সুখে, শান্তিতে বসবাস করতে পারি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে একথাই বললেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ হওয়া কাশ্মীর ঠান্ডা হয়ে গিয়েছে বলে দাবি করেন সব্যসাচী। প্রাক্তন বিধায়ক বলেন, কাশ্মীর ঠান্ডা হয়ে গিয়েছে। অমিত শাহজির কাছে আমার বিনীত অনুরোধ বাংলাকেও ঠান্ডা করে দিন।
তবে অমিত শাহ নয়, দিলীপ ঘোষের হাত ধরেই পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নিলেন তৃণমূলের সব্যসাচী। নেতাজি ইন্ডোরে অমিত শাহের উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। যোগদানের পর অমিত শাহের গলায় উত্তরীয় পরিয়ে দিলেন সব্যসাচী দত্ত। পরনে ধবধবে সাদা পাঞ্জামি, কপালে পরিজনদের হাতের টিকা-এই অবতারেই আজ নতুন রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন বহুলচর্চিত নেতা সব্যসাচী দত্ত।
এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরেই সব্যসাচীর সঙ্গে উষ্ণ আলিঙ্গন করলেন অমিত শাহ। এর পরেই সব্যসাচী বলেন, আগে দেশ। পরে দল ও ব্যক্তি। সম্প্রতি হিউস্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ নিয়ে সব্যসাচী এদিন বলেন, বিদেশে পা রাখলে আগে এই চিত্র দেখা যেত না।
এর পরেই মুকুল রায় প্রসঙ্গে চলে যান সব্যসাচী। তিনি বলেন, মুকুলদা আমার পরিবারের সদস্য হিসেবে আমার বাড়িতে লুচি আলুর দম খেয়েছিল। তা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন। কিন্তু আমি এই আতিথেয়তা করবো। যারা এই আতিথেয়তাকে ভয় পায় তারা মানুষের পর্যায় পড়ে না। তারা অন্য গ্রহের প্রাণী।
সব্যসাচী এদিন এনআরসি নিয়ে বলেন, আমার নাগরিকপঞ্জী নিয়ে অসুবিধা নেই। কিন্তু অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেব না। যারা ভারতকে টুকরো করতে চায় তাদের চিনে রাখুন। বাংলা ধীরে ধীরে পাকিস্তানের অংশ হয়ে যাচ্ছে। বাংলাকে এর থেকে বাঁচাতে হবে।
Be the first to comment