মুকুল রায়ের হাত ধরেই ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। সে সময় মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর লুচি-আলুর দম খাওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শুক্রবার প্রায় সাড়ে তিন বছর বিজেপিতে থাকার পর ফের তৃণমূলে ফিরেছেন মুকুল। এবার কি তাহলে মুকুল রায়ের পথে সব্যসাচীও তৃণমূলে ফিরছেন? এ নিয়ে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। এমন আবহে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন সব্যসাচী।
এই প্রসঙ্গে বিধাননগরের প্রাক্তন মেয়র বললেন, ‘জল্পনা নিয়ে আর কীই বা বলতে পারি’ আগামী দিনে বিজেপির সৈনিক হিসেবেই কি দেখা যাবে সব্যসাচীকে? জবাবে বললেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই’। অন্যদিকে, মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে সব্যসাচীর সংক্ষিপ্ত জবাব, ‘এটা ওঁর ব্যাপার, উনি বুঝবেন’। মুকুল তৃণমূলে যোগ দেওয়ায় কি বিজেপির ক্ষতি? সব্যসাচী বললেন, ‘সেটা আগামী দিনে দেখা যাবে’।
এবার একুশের নির্বাচনে পদ্ম প্রতীকে বিধাননগরে লড়ে হেরে গিয়েছেন সব্যসাচী। তারপর থেকেই সব্যসাচীকে সেভাবে বিজেপির বৈঠকে দেখা যায়নি বলে খবর। এই আবহে জল্পনা ছড়ায়। অন্যদিকে, সব্যসাচীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপিতে। এমন প্রেক্ষাপটে মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর সব্যসাচীকে জল্পনা নয়া মাত্রা পেয়েছে।
Be the first to comment