আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ৷ তাঁর উপস্থিতিতেই শুক্রবার ডিএ ও ষষ্ঠ পে কমিশন লাগুর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা বিক্ষোভ দেখায় ৷ ভাঙচুর করা হয় রাজ্য সরকারি দফতর ৷ আর বিক্ষোভ মঞ্চ থেকেই মেয়র ঘোষণা করেন এই কাজ দল বিরোধী মনে হলে ব্যবস্থা নিন, আমার তাতে কোনও আপত্তি নেই।
উল্লেখ্য, আজ সল্টলেকের বিদ্যুৎ ভবনে আইএনটিটিইউসি বিক্ষোভ দেখায় ৷ আর সেই বিক্ষোভেই হাজির ছিলেন বিধাননগর পুরসভার তৃণমূলের মেয়র তথা রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি সব্যসাচী দত্ত। তিনি আরও জানান, নিজেদের ন্যায্য দাবি নিজেরা চাইতে এসেছি, তার জন্য যতদূর যেতে হয় আমি যেতে রাজি আছি।
এছাড়াও এদিন রাজ্যের বিদ্যুত্মন্ত্রীর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ৷ বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে সব্যসাচী বলেন, ভয় পেয়েই সভায় আসেননি বিদ্যুত্মন্ত্রী ৷ পদের কী মহিমা! তিনি আরও বলেন, উনি তো পাওয়ার মিনিস্টার ৷ এখানে এলে পাওয়ার চলে যেত ৷ তৃণমূলের বিধায়ক হয়ে এখানে আসিনি ৷ শ্রমজীবীদের প্রতিনিধি হয়ে এসেছি ৷ দল চাইলে ব্যবস্থা নিতে পারে।
Be the first to comment