শেষ পর্যন্ত বিধাননগরের মেয়র পদ থেকে বৃহস্পতিবার ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত। এদিন সাংবাদিক বৈঠক করে রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক জানান, মানুষের পাশে থেকে আমি যে কথা বলেছি, আগামী দিনেও যতদিন বাঁচব, ততদিন আমি বলে যাব। এদিন সব্যসাচী বলেন, বিধাননগরের কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ কাজের সঙ্গে যুক্ত। রাজারহাট-গোপালপুল অঞ্চলে বেআইনি কাজে বাধাদান করছিলাম। বেআইনি নির্মাণে বাধা দিচ্ছিলাম। কিন্তু আজ পর্যন্ত কোনও সদিচ্ছা দেখতে পাইনি।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে এখানে থেকে আন্দোলন করা সম্ভব নয়। মানুষের দ্বারা মনোনীত পৌর প্রতিনিধি এবং পৌর প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত মেয়র হিসেবে পুর আইন রক্ষা করতে যদি না পারি, সে পদে থাকার কোনও মানেই হয় না। তাই ইস্তফা দিচ্ছি। তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই প্রশ্নের উত্তরে সব্যসাচী বলেন, সময়ই বলবে কী হয়। তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষের জন্য সারা জীবন কাজ করে যাব।
Be the first to comment