বিজেপিতে যোগ দিতে পারেন সব্যসাচী দত্ত ৷ এই জল্পনা চলছে অনেকদিন ধরেই ৷ সেই জল্পনার মধ্যেই বৃহস্পতিবার ৩৭০ ধারা প্রত্যাহার ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ৷ তিনি বলেন, আজ ভারত নতুনভাবে স্বাধীন হয়েছে ৷ ১৯৪৭ থেকে ২০১৮ পর্যন্ত কাশ্মীরে জাতীয় পতাকা দেখিনি ৷ কিন্তু আজ প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হলো ৷ তাই ভারতবাসী হিসেবে আমরা গর্বিত ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী অটুট তা প্রমাণ হলো ৷ আর এদিন সব্যসাচীর এমন মন্তব্য তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়িয়ে দিল বলেই মত রাজনৈতিক মহলের ৷
এদিকে শুক্রবারই দিল্লি যাচ্ছেন সব্যসাচী। তাহলে কি আগামীকালই দলবদল করছেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সব্যসাচী জানান, তিনি দিল্লিতে কাল যাচ্ছেন একথা সত্যি ৷ তবে ব্যক্তিগত কাজে ৷ অন্য কোনও বিষয় নয়।
Be the first to comment