ভ্যালেন্টাইন্স ডে-তে সব্যসাচীর স্ত্রীকে বিশেষ উপহার মমতার

Spread the love

আরও একবার রাজ্যে সবুজ ঝড়। চার পুরসভা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তৃণমূল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা স্পষ্ট হয়ে যায়। জয়ী হয়েছেন গৌতম দেব, কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্তের মতো হেভিওয়েটরা। জয়ের খবর পাওয়ার পরেই সল্টলেক থেকে কালীঘাটের উদ্দেশে রওনা দেন বিধাননগরের প্রাক্তন মেয়র। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। এদিন সব্যসাচী জায়াকে বিশেষ উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই তৃণমূল নেতা বলেন, “জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে গিয়েছিলাম।” সব্যসাচী সহাস্যে আরও বলেন, “দিদি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, ভ্যালেন্টাইন্স ডে তো ও তোমাকে কী উপহার দিয়েছে? স্ত্রী জানিয়েছিল, এখনও পর্যন্ত কোনও উপহার পায়নি সে। এরপরেই লতাদিকে বলে একটি শাড়ি আনিয়ে স্ত্রীকে দিয়েছেন। দিদি আমাকে অভিনন্দন জানিয়েছেন।” এদিন চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে যান তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ সারেন সব্যসাচী দত্ত।

দিন জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেকও। এদিকে, ফিরহাদ হাকিম পুরভোটের ফলাফল প্রসঙ্গে বলেন, “এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। তাঁকে দেখেই সাধারণ মানুষ ভোট দিয়েছেন।” এদিকে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন সব্যসাচী দত্ত। তাঁদের একফ্রেমে দেখা যায়।

উল্লেখ্য, সব্যসাচী দত্তর জয়ের খবর সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আরও একবার বিধাননগরের মেয়র পদে বসতে চলেছেন তিনি? এই প্রশ্নের জবাবে সব্যসাচী জানান, এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এদিকে, এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দল পর্যবেক্ষণ করছে। দল দেখবে। আমরা সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” এদিকে কে হবে বিধাননগরের মেয়র? এই প্রসঙ্গে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন,“এই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদি তিনি বলেন, রাস্তার ধারে তৃণমূলের পতাকা নিয়েও দাঁড়াতে পারি।” প্রসঙ্গত, শিলিগুড়ি পুরসভার মেয়র হবেন গৌতম দেব, ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে চার পুরসভা ভোটের ফলাফল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আরও একবার মা-মাটি-মানুষের অভূতপূর্ব জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে শুভেচ্ছা। পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।” তিনি আরও বলেন, ”উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আরও উদ্দমের সঙ্গে কাজ করব। মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*