নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার রাজ্যসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। এলেন, বসলেন, বক্তৃতা দেওয়ার জন্য উঠেও দাঁড়ালেন। কিন্তু পারলেন না। বৃহষ্পতিবার ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকরের এমনই অবস্থা হল। কংগ্রেস সাংসদদের হট্টগোলে ভেস্তে গেল বক্তৃতা। শুক্রবার ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হল সংসদের উচ্চকক্ষের অধিবেশন।
প্রসঙ্গত, রাইট টু প্লে, ফিউচার অফ স্পোর্টস ইন ইন্ডিয়া প্রভৃতি বিষয়ে বলার জন্য নোটিস দিয়েছিলেন সচিন। ভারতের ক্রীড়া পরিকাঠামো ও ক্রীড়া-শিক্ষার বেহাল দশা নিয়ে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। এদিন সচিন বক্তব্য রাখতে ওঠার সময় কংগ্রেস সাংসদরা চেঁচামেচি শুরু করেন। বৃহষ্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ে টুজি মামলায় বেকসুর খালাস পেয়েছেন এ রাজা এবং কানিমোঝি সহ মোট ১৫ জন অভিযুক্ত। কলঙ্ক মুছতেই সংসদের ভিতরে শাসকদলকে চেপে ধরেছে কংগ্রেস-সহ বিরোধীরা। ইউপিএ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করা হয়েছে। তার জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।
বৃহষ্পতিবার, ১০ মিনিট চুপচাপ দাঁড়িয়েছিলেন ভারতরত্ন জয়ী মাস্টার ব্লাস্টার। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় হার মেনে নিতে হয় তাঁকে।
Be the first to comment