সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। কিন্তু সংসদ ছাড়ার আগে তিনি তাঁর বেতন ও ভাতার সবটাই দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে। রাজ্যসভার সাংসদ হিসেবে শচিন তেন্ডুলকারের সংসদে আসা নিয়ে বেশ হইচই হয়েছে। সাংসদ হিসেবে তিনি রাজ্যসভায় এসেছেন মাত্র কয়েকদিন।
গত ৬ বছরে বেতন ও অন্যান্য ভাতা হিসেবে শচিন পেয়েছেন ৯০ লাখ টাকা। সেই টাকাই তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। পিএমও থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী ওই দান গ্রহণ করেছেন। তিনি শচিনকে ধন্যবাদও জানিয়েছেন। আর্ত মানুষের সেবাও ওই অর্থ সাহায্য করবে।’
সাংসদ হিসেবে পাওয়া টাকাও বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পে খরচ করেছেন শচিন। তাঁর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এমপি ল্যাড হিসেবে পাওয়া ৩০ কোটি টাকার মধ্যে তিনি দেশে ১৮৫টি প্রকল্পের জন্য খরচ করেছেন ৭.৪ কোটি টাকা। এর অধিকাংশই শিক্ষা ক্ষেত্রে। এছাড়া সাংসদ গ্রাম আদর্শ গ্রাম যোজনার আওতায় তিনি অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের দুটি গ্রামও দত্তক নিয়েছেন।
ফাইল ছবি
Be the first to comment