ক্রিকেট উপদেষ্টা কমিটিতে সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণদের প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার এই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষ কর্তা। চলতি সপ্তাহে বোর্ডের অ্যাপেক্স কমিটির বৈঠক। আর সেখানে এব্যাপারে শুধু বিশদে আলোচনা হবে না, সংস্কারও হবে। এই নতুন কমিটি নির্বাচক কমিটি বাছবে। সেক্ষেত্রে নির্বাচক কমিটির প্রধান কে হবেন তা এই নতুন উপদেষ্টা কমিটি ঠিক করবে।
ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর অবসর ভাবনা। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, তিনি এব্যাপারে সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে কথা বলবেন না। এব্যাপারে নির্বাচকরা কথা বলছেন। তবে মহেন্দ্র সিং ধোনি ও বোর্ডের মধ্যে এবিষয়ে কোনও ধোঁয়াশা নেই।
সৌরভ বলেন, ধোনি একজন সুপার্ব ক্রিকেটার। একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ওর ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে কোনও ধোঁয়াশা নেই। তবে বিষয়টি জনসমক্ষে আলোচনা করা উচিত নয় ৷
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হওয়ায় আজ সংবর্ধিত হলেন তিনি। একটি জুতো প্রস্তুতকারী সংস্থা তাঁকে সম্মানিত করে। মধ্য কলকাতার একটি হোটেলে সেই অনুষ্ঠানে সৌরভ তাঁর ক্রিকেট জীবনের বাইরের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেন।
এই অনুষ্ঠানে বোর্ডের এক শীর্ষ কর্তা বলেন, কুলিং অফ পিরিয়ড নিয়ে বেশ কয়েকটি সংস্কার হচ্ছে। বোর্ড পদাধিকারীদের মেয়াদকাল শুধুমাত্র বোর্ডে পদাধিকারী হওয়ার পর থেকে ধরা হবে। তিনি রাজ্য সংস্থায় কতবছর কাটিয়েছেন সেই মেয়াদকাল ধরা হবে না। সচিবের ক্ষমতা বৃদ্ধির কথা নতুন সংস্কারে থাকবে। ফলে বলাই যায়, নতুন বোর্ড প্রেসিডেন্টের আমলে নতুন ভাবে কাজ শুরু করতে চলেছে BCCI।
Be the first to comment