অসুস্থ সাধ্বী প্রজ্ঞা, অজ্ঞান হয়ে গেলেন বিজেপির দফতরেই

Spread the love

ভোপালের বিজেপির অফিসের ভেতরেই মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী পালনের অনুষ্ঠান পালন করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েন সাধ্বী প্রজ্ঞা।

প্রজ্ঞা সিং ঠাকুর অসুস্থ হয়ে পড়তে তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যান সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা। সেই সময় সেখানে তখন উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অন্য বিজেপি বিধায়করা। হঠাত্‍ করে কেন সাধ্বী প্রজ্ঞা অসুস্থ হয়ে পড়েন, তা জানা যায়নি। সম্প্রতি চোখের সমস্যার জন্য বেশ কিছুদিন দিল্লিতে হাসপাতালে ভর্তি ছিলেন প্রজ্ঞা সিং ঠাকুর।

মঙ্গলবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দিতে ভোপালে বিজেপির পার্টি অফিসে পৌঁছন তিনি। অনুষ্ঠান শুরুর সময় তাঁকে বেশ হাসিখুশি লাগে। আচমকাই কয়েকজন বিজেপি নেতা তিনি অসুস্থ হয়ে পড়ছেন বলে লক্ষ্য করেন। অনুষ্ঠানস্থল থেকে বাইরে এনে তাঁকে জল খাওয়ানো হয়। হাসপাতালে যাওয়ার পথে কিছুটা চেতনা ফেরে প্রজ্ঞা সিং ঠাকুরের।

১৯০১ সালে জন্ম হয় ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের। ১৯৫৩ সালে মৃত্যু হয় তাঁর। এই রাজনীতিবিদ, আইনজীবী ও শিক্ষাবিদ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেন। ভারতীয় জনসংঘের পরে বিজেপিতে পরিণত হয়। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য বিজেপি নেতারা শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গত লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন সাধ্বী প্রজ্ঞা। মালেগাঁ বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা লোকসভা নির্বাচনে ভোপাল কেন্দ্র থেকে কংগ্রেসের দিগ্বিজয় সিংকে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি করোনার মধ্যে ভোপালে একদিনে জন্যও না আসায় তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়ে। তখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে দাবি করেন বিজেপি।

গত লোকসভা ভোটের আগে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় শহিদ পুলিশ অফিসারের নামে কটূক্তি করে দলকে বিড়ম্বনায় ফেলে ছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখার (এটিএস) প্রধান হেমন্ত কারকরে তাঁর অভিশাপেই মুম্বইয়ে হামলাকারী পাকিস্তানী জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*