উল্টোডাঙায় ৬টি রুটের অটো চালক ও ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী সাধন পাণ্ডে

Spread the love

উল্টোডাঙায় অটো দৌরাত্ম্য রুখতে শুক্রবার উল্টোডাঙায় ছয়টি রুটের অটো চালক ও ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। বৈঠকে যোগ দেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অটো ইউনিয়নের নেতা শান্তিরঞ্জন কুণ্ডু, উল্টোডাঙার ট্রাফিক গার্ডের পুলিশ, মানিকতলা থানার পুলিশ ও অটো চালকরা ।

জেনে নিন বৈঠকে কী কী বিষয় উঠে এসেছে-
১) অন্য রুটে অটো চালানো যাবে না

২) মোড়ে মোড়ে কমপ্লেন বক্স বসাতে হবে

৩) অটোর হেল্পলাইন নম্বর, উল্টোডাঙা, মানিকতলা থানার নম্বর দেওয়া বোর্ড টাঙাতে হবে

৪)ইউনিয়নের নির্দিষ্ট ভাড়া নিতে হবে

৫) যাত্রী হেনস্থা, ট্রাফিক না মেনে চললে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে

শহরজুড়ে অটো চালকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এরমধ্যে উল্টোডাঙা-সল্টলেক, উল্টোডাঙা-শোভাবাজর, উল্টোডাঙা- নিমতলা, উল্টোডাঙা-মানিকতলা, উল্টোডাঙা- বাগুইআটি রুটের অটো চালকদের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ উঠে এসেছে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগে সোমবার উল্টোডাঙা অবরোধ করেন যাত্রীরা। এরপরই সবপক্ষকে নিয়ে বৈঠকে করেন সাধন পাণ্ডে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*