সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চলেছে দল ৷ নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে সমন পাঠানো হয়েছে বলে খবর ৷ গত বুধবার নাথুরাম গডসেকে দেশভক্ত বলে মন্তব্য করেছিলেন সাধ্বী ৷ বিতর্কিত মন্তব্যের জন্য শুক্রবার সংসদ কক্ষে ক্ষমা চান তিনি ৷
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য নিয়ে বৃহস্পতিবার সংসদে সরব হয়েছিল বিরোধীরা। ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা। চাপে পড়ে তাঁকে সরানো হয় প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি থেকে ৷ এবার তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে বিজেপি ৷
গতকালই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, কেউ যদি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করেন তাহলে আমরা সেই বক্তব্যকে সমর্থন করি না। একই সুর শোনা গিয়েছিল বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার গলাতেও । তখনই স্পষ্ট হয়ে যায় সাধ্বীর বিরুদ্ধে কঠোর হতে চলেছে দল ৷
Be the first to comment