প্রত্যেক হাসপাতালে থাকবে মহিলাদের সুরক্ষিত রেস্টরুম, বড় সিদ্ধান্ত রাজ্যের

Spread the love

অমৃতা ঘোষ:-

এবার থেকে প্রতিটি মেডিক্যাল কলেজে মহিলাদের জন্য নিরাপদ রেস্টরুম থাকবে। আরজিকরের ঘটনার পরে সামগ্রিক ভাবেই আরজি করের এবং রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেরও নিরাপত্তা আরও বেশি জোরদার করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। শনিবার নবান্নে এই নিয়ে চলে এক বিশেষ বৈঠক।

হাসপাতালের ভিতরে, ৩৬ ঘণ্টা ডিউটি করার পরে, সামান্য একটু বিশ্রাম নিতে গিয়ে নৃশংস ভাবে খুন হতে হয়েছে এক তরুণী চিকিৎসককে। খুনের আগে শিকার হতে হয়েছে ভয়াবহ ধর্ষণের। ক্ষোভে ফুঁসছেন হাসপাতালের বন্ধু, সহপাঠী, জুনিয়ার, সিনিয়র, সহ-চিকিৎসক, পড়ুয়ারা, ফুঁসছে গোটা বাংলা। কেউ যেন মেনে নিতে পারছেন না, শহরের বুকে, নিজের চেনা পরিসরে, আরজি কর-এর মতো তাবড় মেডিক্যাল কলেজের অন্দরে এমন ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটতে পারে।

শনিবারই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফাঁসির দাবি করেছেন তিনি।
উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা। উপস্থিত ছিলেন, মুখ্যসচিব, রাজ্যপুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা।

প্রত্যেকটি হাসপাতালের প্রতিটি ঢোকা-বেরোনোর গেটে সিসিটিভি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে, হাসপাতালের প্রতিটি গেটে নিরাপত্তা কর্মীও বাড়ানো হবে। শুধু তাই নয়, হাসপাতালের প্রায় জায়গায় প্রয়োজনে সিসিটিভি বাড়ানো হবে বলে খবর। মূলত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পদক্ষেপ করবে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*