সাগরদিঘি উপনির্বাচন! শুরুতেই বিজেপি ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

Spread the love

সাগরদিঘি উপনির্বাচনের শুরুতেই বিজেপি ও কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল। যদিও উভয়েই মানতে নারাজ।অন্যদিকে,সামসাবাদের বুথে তৃণমূল প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয়।

সোমবার নির্দিষ্ট সময় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ভোট শুরু হতেই বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। সামসাবাদ হাইস্কুলের বুথের বাইরে থাকা রাজ্য পুলিশকে সরিয়ে দেন বিজেপি প্রার্থী। এরপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি বুথে ঢুকে পড়েন বলেই অভিযোগ।তাঁর দাবি, বুথের ২০০ মিটারের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে রাজ্য পুলিশ ঢুকে পড়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢোকা যায় বলে দাবি করেন বিজেপি প্রার্থী।

এদিকে, হোসেনপুরের ২১০ এবং ২১১ বুথে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে।কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। এমনকি তাঁর বিরুদ্ধে মিছিল করে প্রচার করারও অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া ওঠে।

যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মানতে নারাজ কংগ্রেস প্রার্থী।উল্টে তিনি বলেন, “পুলিশ দিয়ে প্রথমে আটকানোর চেষ্টা করেছিল। পারেনি।তাই এখন বলছে আমি বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*