কমনওয়েলথ পুরস্কার পেলেন শিলিগুড়ির সাগ্নিক দত্ত

Spread the love

ছোট গল্প লিখে কমনওয়েলথ পুরস্কার পেলেন শিলিগুড়ির সাগ্নিক দত্ত। তাঁর গল্পের নাম “ দ্য ডিভাইন প্রেগন্যান্সি ইন আ টুয়েলভ ইয়ার ওল্ড ওম্যান।“ সাগ্নিক টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভ রাইটিং বিষয়ে কোর্স যেমন করেছেন, তেমনই দিল্লির আইআইটি থেকে তাঁর ডিগ্রি রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সেও। এখন একটি উপন্যাসে হাত দিয়েছেন তিনি। পুরস্কারে পেয়ে খুশি সাগ্নিক বলেছেন, তিনি চান এবার তাঁর একটা বই ছাপা হোক। সবাই পড়ুক সেই বই। আঞ্চলিক পুরস্কার পেয়েছেন আরও চারজন।নাইজেরিয়ান-জার্মান ইফুয়া ত্রাওর, জেনি বেনেট তুওনেতিয়া, কেভিন জারেট হোসেন এবং লিন্ডা ক্লার্ক। লেখিকা সারা হলের নেতৃত্বে বিচারকমণ্ডলী এই পুরস্কার বিজেতাদের বেছেছেন। এই পুরস্কার একমাত্র আন্তর্জাতিক পুরস্কার যেখানে বাংলা, চিনা, মালয়, পর্তুগিজ, সামোয়ান, সোয়াহিলি ও তামিলে লেখা গল্প পাঠানো যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*