গত ৪০ বছরে এই নিয়ে চারবার সাহারার মরুভূমিতে তুষারপাত হল। প্রসঙ্গত, ১৯৭৯ সালে আধঘণ্টা ব্যাপী চলা তুষারঝড়ে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। দুই বছর আগে পুরো একদিন তুষারে ঢাকা ছিল মরুভূমি, গত বছরও আলজেরিয়ার এই শহরটি তুষারের দেখা পেয়েছিল। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা জানান, সচরাচর না হলেও সাহারায় তুষারপাতের কথা আগেও শোনা গেছে।
প্রসঙ্গত, গ্রীষ্মকালে শহরটির গড় তাপমাত্রা থাকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, কিন্তু শীতকালে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা এবছর ছিল মাইনাস ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
Be the first to comment