মঙ্গলবার সকালে দিল্লির শাহীনবাগে সিএএ বিরোধী অবস্থান আন্দোলন তুলে দিল পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে আলোচনার চেষ্টা চালায় পুলিশ। আন্দোলনকারীদের একটা বড় অংশ আন্দোলন তুলতে রাজি ছিলেন না একপ্রকার জোর করেই শাহীনবাগ এর আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ.
দেশজুড়ে ক্রমেই বাড়ছে কারণ আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩৮। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলছিল। সিএএ বাতিলের দাবিতে অনর থেকে আন্দোলনে সামিল ছিলেন বহু মহিলা। মহিলাদের পাশাপাশি আন্দোলন মঞ্চে জমায়েত করতে দেখা যায় পুরুষদেরও।
কারণে আতঙ্কে ইতিমধ্যেই জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু জামিয়া নগরের আন্দোলনকারীদের সে বিষয়ে কোনো হেলদোল ছিলনা। সিএএ বিরোধী আন্দোলন তারা চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় ছিলেন শেষমেষ মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের বিশাল বাহিনী শাহীনবাগ এর আন্দোলন স্থলে যায়।
প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে অবস্থান তুলে দেওয়ার আর্জি জানায় পুলিশ। পুলিশের সেই আবেদনে কোনরকম সাড়া দেননি আন্দোলনকারীরা. উল্টে পুলিশকেই ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন তারা।
একসঙ্গে এত লোকের জমায়েত থাকলে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিতে পারে বলে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন পুলিশ কর্তারা। তাতেও আন্দোলন সরাতে রাজি ছিলেন না তারা।
শেষমেষ একপ্রকার জোর করেই শাহীনবাগ এর আন্দোলন স্থল ফাঁকা করে দেয় পুলিশ। সিএএ বিরোধী অবস্থান মঞ্চ ফাঁকা হলেও গোটা এলাকায় করে থাকেন আন্দোলনকারীরা। জমায়েত থেকে মরণ ভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে ছড়াতে পারে এই সাবধান বাণী আন্দোলনকারীদের জানাতে থাকেন পুলিশ কর্তারা. তাতেও এলাকা ছেড়ে চলে যেতে রাজি নন আন্দোলনকারীরা।
শাহীনবাগ এর পাশাপাশি দিল্লির জাফরাবাদেও সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলছিল। প্রশাসনের নির্দেশে সেই আন্দোলন তুলে দেয় পুলিশ।
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশজুড়ে করন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩৮. কলকাতাতেও থাবা বসিয়েছে মারণ করোনা. মঙ্গলবার সকালে রাজ্যে আরও দুই করণ আক্রান্তের হদিস মেলে। সম্প্রতি বিদেশ থেকে ফিরে ছিলেন ওই দুজন। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন তারা এ রাজ্যে কারণ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়। সোমবারই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দমদমের এক ব্যক্তির।
Be the first to comment