সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি অংশুমান চক্রবর্তী

Spread the love

২০২২ সালের ‘অশোককুমার রায় স্মৃতি সাহিত্য পুরস্কার’ পাবেন কবি অংশুমান চক্রবর্তী। ২০১৪ সালে ছোটর দাবি থেকে প্রকাশিত ‘ঈশ্বরও নতজানু হয়’ কাব্যগ্রন্থের জন্য অংশুমান চক্রবর্তী পেতে চলেছেন এই পুরস্কার ও সম্মাননা। দুর্গাপুজোর নবমীর দিন তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে নেতাজী প্রণবানন্দ বিবেকানন্দ স্বপ্নতীর্থ ও রায় পরিবারের পক্ষ থেকে। অনুষ্ঠান হবে কলকাতায় আয়োজক সংস্থার পূজা প্রাঙ্গণে। সংস্থার অধ্যক্ষ ‘কথাস্বপ্ন’ পত্রিকার সম্পাদক কবি অমিতাভ রায় এই খবর জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামীকাল ২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের একটি কবি-দলের সদস্য হিসেবে বাংলাদেশ সফরে যাচ্ছেন কবি অংশুমান চক্রবর্তী। ঢাকা এবং টাঙ্গাইলে তিনি অংশ নেবেন কয়েকটি কবিতা উৎসবে। ছোট এবং বড়দের জন্য কবিতা, ছড়া, গল্প, উপন্যাস লিখে বিশেষ পরিচিতি অর্জন করেছেন হাওড়া জেলার বাসিন্দা এই কবি। আগামী ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*