অস্ত্রোপচার সফল! আইসিউ থেকে জেনারেল বেডে দেওয়া হল অভিনেতা সইফকে

Spread the love

রোজদিন ডেক্স: অস্ত্রোপচার সফল। ভালো আছেন হাম তুমের অভিনেতা। শুক্রবার আইসিউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হল সইফ আলি খানকে। চিকিৎসকেরা জানান, আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না অভিনেতা। পর্যবেক্ষণে রাখা হয়েছে এই বলি তারকাকে।
বৃহস্পতিবার আততায়ীর আক্রমণে ক্ষতবিক্ষত হন অভিনেতা সইফ আলি খান। পুলিশ সূত্রে খবর, ছ’বার ছুরি দিয়ে কোপানো হয়েছে তাঁকে। রক্তাক্ত, অচৈতন্য অভিনেতাকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করান অভিনেতা বড় ছেলে ইব্রাহিম আলি খান। এরপরই তড়িঘড়ি অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপর শুক্রবার সকালে লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার চিকিৎসক নীরজ উৎমানি এক সাংবাদিক বৈঠক করে বলেন, অভিনেতার শরীরে ছ’টি ছুরির আঘাত রয়েছে, তারমধ্যে দু’টি ছোট, দু’টি মাঝারি এবং দু’টি বড় এবং গভীর। যার একটি মেরুদণ্ডের কাছে। তিনি আরও বলেন, সইফকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর সারা শরীর রক্তে ভেজা ​​ছিল, কিন্তু তিনি নিজেই হেঁটে হাসপাতালে ঢোকেন। এরপরই সইফের অপারেশন করেন নিউরো সার্জন ডাক্তার নিতিন ডাঙ্গে। ওই চিকিৎসক জানান, অভিনেতা খুব ভাগ্যবান। কারণ যে সইফের শিরদাঁড়ার অনেক কাছ দিয়ে ছুরির আঘাত গিয়েছে। শিরদাঁড়া থেকে মাত্র ২ মিমি আঘাত লেগেছে। ছুরি যদি তাঁর মেরুদণ্ডে আঘাত করত, তাহলে আঘাতটি খুব গভীর হতে পারত। তাঁর জীবন বিপন্ন হতে পারত। এখন অস্ত্রোপচার সফল হয়েছে। জ্ঞান ফিরেছে অভিনেতার। এখন তিনি স্থিতিশীল। তাই শুক্রবার সকালে তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেতাকে হাঁটিয়েওছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের মতে, সব ঠিক থাকলে শুক্রবার হাসপাতাল থেকে সইফকে ছাড়াও হতে পারে। সবটাই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির উপর। তবে অস্ত্রোপচারের আপাতত তাঁকে টানা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
অন্যদিকে, শুক্রবার সকালে মুম্বাই পুলিশের জালে ধরা পরেছে এক সন্দেহভাজন আততায়ী। ইতিমধ্যেই তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*