আদালতের নির্দেশে ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে

Spread the love

ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত।শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সায়গল হোসেনকে পেশ করে ইডি। সায়গলকে আরও ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি।

এবার সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি৷ এ দিনই দিল্লির আদালতে সায়গলকে পেশ করে এমনই তথ্য জানিয়েছে ইডি৷ আদালতকে ইডি জানিয়েছে, ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করা হয়েছে৷ সায়গল হোসেনকে আরও আট দিন দিল্লিতে সায়গল হোসেনকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় দিল্লিতে রেখে জেরা করার যে অনুমতি ইডি পেয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে৷ কিন্তু সায়গলকে দিল্লিতে রেখেই জেরা চালিয়ে যেতে চায় ইডি৷ এ দিন সায়গলকে আদালতে পেশ আরও আট দিন দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে জেরা করার আর্জি জানায় ইডি৷ সেই আর্জি মঞ্জুর করে আদালত৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*