দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা, কাউন্সিলদের কাছ থেকে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, ঘেরাও চলছে ৷ এবার বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাঁইথিয়ার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সমীর ঘোষ ৷ উল্লেখ্য, শনিবার সকালে সাঁইথিয়ার ভ্রমকলে তৃণমূল নেতা সমীর ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ ৷ তাঁদের অভিযোগ, গ্রামে সরকারি প্রকল্পে শৌচাগার ও বাড়ি তৈরির টাকা থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল নেতা সমীর ঘোষ ৷ পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত পুলিশ এসে তৃণমূল নেতাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
প্রসঙ্গত, কাটমানি প্রসঙ্গে গত ৩ জুন দলের নেতাদের সতর্ক করেন তৃণমূলনেত্রী। লোকসভা নির্বাচনে দলের ফলাফল বিশ্লেষণের বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮জুন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলদের সভায় আরও স্পষ্ট করে ধমক দেন সেই একই প্রসঙ্গে। বলেন কাটমানি নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন।
Be the first to comment