বিজেপির কঠিন সময়েও পুরভোটে জয় ছিনিয়ে এনেছিলেন। তার পুরস্কার পেলেন কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বাড়লো দায়িত্ব। এবার বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আসীন হলেন তিনি।
বিধানসভা ভোট ভরাডুবির পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়েছে কোন্দল। দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেতা। নতুন জেলা কমিটি তৈরি নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। তার মাঝে বুধবার একাধিক জেলা কমিটি প্রকাশ করে বিজেপি। তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়। বৃহস্পতিবার আরও কয়েকটি জেলা কমিটি প্রকাশ করল বিজেপি। তার মধ্যে রয়েছে উত্তর কলকাতা। সেখানকার সাধারণ সম্পাদক করা হয়েছে সজল ঘোষকে। বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রথম থেকেই বিজেপি অত্যন্ত ভালভাবে দলের কাজে তাঁকে ব্যবহার করে। পরবর্তীতে পাড়াগত বিবাদের জেরে গ্রেপ্তার হতে হয় সজলকে। কিন্তু থেমে যাননি সজল। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে বিজেপিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করেছিলেন সজল ঘোষ। চলতি বছরে কলকাতার পুরভোটে ৫০ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সজল। কাউন্সিলর হয়েছেন তিনি। এবার বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ পেলেন তিনি।
Be the first to comment