বিজেপি প্রার্থী সজল ঘোষকে দেওয়া হলো CISF নিরাপত্তা

Spread the love

এবার কলকাতা পুরভোটের এক প্রার্থীকে দেওয়া হল নিরাপত্তা। জানা গিয়েছে , সম্প্রতি CISF নিরাপত্তা দেওয়া হয়েছে কলকাতা পুরভোটে বিজেপি প্রার্থী সজল ঘোষকে। তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন এই প্রার্থী। এরপরেই তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, জানা গিয়েছে এমনটাই।

পুরভোটের দামামা বেজে গিয়েছে। হাতে গোনা আর কয়েকদিন বাদেই কিন্তু ভোট। এই পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে লড়াই করছে প্রত্যেক রাজনৈতিক দল। কিন্তু, পুরভোটের প্রার্থীকে আলাদা করে নিরাপত্তা দেওয়া কার্যত নজিরবিহীন বলেই দাবি করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের বাড়ির সামনে কয়েকদিন ধরেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই প্রার্থী জানিয়েছেন, কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এরপরেই তাঁকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেক্ষেত্রে বর্তমানে এই বিজেপি প্রার্থী প্রচারের জন্য যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁর সঙ্গে যাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা।উল্লেখ্য, কয়েক মাস আগে এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। দরজা ভেঙে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় সংবাদমাধ্যমের সামনে সজল ঘোষ দাবি করেছিলেন, ‘বিনা অপরাধে ধরা হয়েছে তাঁকে। বিজেপি করার কারণে গ্রেফতার।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*