রোজদিন ডেস্ক :-
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে ঢোকার রাস্তা আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ২টি রাস্তা আটকে রাখার অভিযোগ সজল ঘোষের। প্রতিবাদে পুজো মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে দিলেন সজল ঘোষ। পুলিশ ব্যবস্থা না নিলে চলবে প্রতিবাদ, হুঙ্কার বিজেপি কাউন্সিলরের। পরিস্থিতি খতিয়ে দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারে গেলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের এই কাণ্ডের প্রতিবাদে প্রদীপ জ্বালান সন্তোষ মিত্র পুজো কমিটির সদস্যরা। অভিযোগ, আমহার্ট স্ট্রিট ও শিয়ালদহ থেকে যে দুটি রাস্তা সন্তোষ মিত্র স্কোয়ারে আসে সেই রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। শুধু মাত্র ছোট্ট একটি রাস্তা খুলে রাখা হয়েছিল। এর প্রতিবাদে সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত আলো নিষ্প্রদীপ করে দেওয়া হয়। যদিও মণ্ডপের ভেতরে প্রবেশ করা দর্শনার্থীরা কেউই সেখান থেকে বাইরে বেরিয়ে যাননি। এর জবাবে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির প্রধান ও স্থানীয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, “এটা দুর্গা পুজোতেই সম্ভব। আমরা মানুষকে দেখানোর জন্য সমস্ত আয়োজন করেছি। কিন্তু, তাঁদেরই যদি মণ্ডপে প্রবেশ করতে দেওয়া না হয় তাহলে কাঁদের জন্য আলো জ্বালিয়ে রাখব। আমরা বারবার ডিসি সেন্ট্রালকে আমাদের পুজো মণ্ডপে আসার অনুরোধ করেছি। কীভাবে পুলিশ মণ্ডপে আসার প্রধান দুটি রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে এই পুজো মণ্ডপে আসতে দিচ্ছি না তাও জানিয়েছি। তিনি এসে পরিস্থিতি দেখে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করলেই ফের আমরা আমাদের পুজো মণ্ডপের সমস্ত আলোকসজ্জা মানুষকে দেখানোর জন্য চালু করে দেব। আসলে ইচ্ছা করেই এই কাণ্ড করেছে পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপযুক্ত ব্যবস্থা না নিলে আমাদের প্রতিবাদ চলবে।”
Be the first to comment