মেট্রোর গাফিলতির কারনে নয় বরং নিজের অসতর্কতার জন্যই মৃত্যু হয়েছে সজল কাঞ্জিলালের ৷ পার্কস্ট্রিট মেট্রো দুর্ঘটনার তদন্ত রিপোর্টে একথা জানালেন কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ গর্গ ৷ উল্লেখ্য, ১৩ জুলাই পার্কস্ট্রিট স্টেশনে একটি AC রেকের দরজায় হাত আটকে যায় সজলবাবুর ৷ সেই অবস্থাতেই চলতে শুরু করে রেকটি ৷ মেট্রোর দরজায় ঝুলতে থাকেন তিনি ৷ স্টেশন থেকে রেকটি বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার পর মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে ৷ একজনের হাত আটকে যাওয়ার পরও কী ভাবে রেকটি চলতে শুরু করল তা নিয়ে প্রশ্নের মুখ পড়ে মেট্রো কর্তৃপক্ষ ৷ ঘটনার তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) ৷
বুধবার সেই তদন্তের রিপোর্ট জমা দেন কমিশনার অব রেলওয়ে সেফটি ৷ তাতে সজলবাবুর জন্য অসতর্কতাকেই দায়ি করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, ১৩ জুলাই মেট্রো নম্বর DK-184-এ পার্কস্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছিল, তা যাত্রীর অসর্তকতার জন্য ৷
এদিকে রিপোর্ট নিয়ে সজলবাবুর পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় বলেন, ১৬ জুলাই আমরা মেট্রো ভবনে একটি বিস্তারিত চিঠির মাধ্যমে সব বক্তব্য জানিয়েছিলাম। আজ শুনলাম দাদার মৃত্যু নিয়ে যে বিশেষ দল গঠন করা হয়েছিল, তারা রিপোর্ট পেশ করেছে ৷ তাতে বলা হয়েছে, অসাবধানতা না কি দাদার মৃত্যু ডেকে এনেছিলো। পুরো দোষই না কি আমার দাদার ! এই পরিস্থিতিতে সজলবাবুর পরিবার ক্ষতিপূরণ পাবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ৷
Be the first to comment