অধিবেশনে বলতে গিয়ে আচমকাই সজলের মাইক বন্ধ করে দেওয়া হল, প্রতিবাদে বয়কট করলেন বিজেপির কাউন্সিলররা

Spread the love

রোজদিন ডেস্ক :-  কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বলতে গিয়ে আচমকাই বন্ধ করে দেওয়া হল বিজেপি কাউন্সিলরের মাইক। প্রতিবাদে অধিবেশন বয়কট করলেন বিজেপির কাউন্সিলররা।
শুক্রবার ছিল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন।
এদিন সম্প্রতি কসবার শাসকদলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনাকে তুলে ধরে কলকাতা পুরসভার কাউন্সিলররা রাজ্যে বর্তমানে নিরাপদ নন সেই বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখতে থাকেন, তখনই আচমকাই কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় তার মাইক বন্ধ করে দেন এবং তার বক্তব্যকে এক্সপাঞ্জ করারও নির্দেশ দেন।
এর প্রতিবাদ জানিয়ে সজল ঘোষ সরব হলে শাসক দলের কাউন্সিলররা ওই হট্টগোল করে তার বক্তব্যকে থামাতে চেষ্টা করে। পাশাপাশি মালা রায়ও তাঁকে বিরত করার চেষ্টা করেন।
এরই প্রতিবাদ জানিয়ে কলকাতা পুরসভার অধিবেশনে উপস্থিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মিনা দেবী পুরোহিত অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এরপর সজল ঘোষ বলেন, “এ রাজ্যে পুলিশ এবং ইন্টেলিজেন্স ফেলিওর হওয়ার কারণে ইতিপূর্বেই একাধিক শাসক দল ও বিরোধীদলের নেতা ও বিধায়কদের মৃত্যু হয়েছে। কলকাতা পুরসভার কাউন্সিলরাও এই মুহূর্তে আর যে নিরাপদ নন সেটা পরিষ্কার হয়ে গেছে। অথচ শাসক দলের বিরুদ্ধে এ বিষয়ে আঙ্গুল তুললে এবং পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে সরব হলেই তাকে দমনপীড়ণের মধ্যে পড়তে হবে। বিরোধীদলের কাউন্সিলরদের কন্ঠ রোধ করার অর্থ এই রাজ্যে ডেমোক্রেসি নেই, শাসক উলঙ্গ রাজার মতো ব্যবহার করছেন।”
এই ঘটনায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন, “কোনো কণ্ঠ রোধ নয়, বিরোধীদের থেকে বেশি তো শাসক দলের কাউন্সিলররাই প্রস্তাব দেয় এবং প্রশ্ন করেন। তাই এইসব কথা রাজনীতি করার জন্য বলছেন তিনি, তাই চেয়ারপার্সন সেটা এক্সপাঞ্জ করেছেন।”
অন্যদিকে, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় সজল ঘোষের অভিযোগের ভিত্তিতে জানান, “বিজেপির ওই কাউন্সিলরকে বার বার বরণ করা হলে তিনি শুনেননি। তাই তার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। কাউন্সিলরদের প্রস্তাব পেশ করার একটা নিয়ম রয়েছে। সেই নিয়মের বাইরে গিয়ে নিজের বক্তব্য রাখতে পারে না। তাই তার বক্তব্য এক্সপাঞ্জ করা হল।
উল্লেখ্য, এদিন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর বলেন, “কসবার ওই ঘটনার নিন্দা করে প্রস্তাবনা নোটিশ দেওয়া হলেও, আজকের অধিবেশনে এসে দেখেন তাঁর প্রস্তাবনা খারিজ করে দেওয়া হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*