শিখদাঙ্গায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন

Spread the love

৩৪ বছর পরে সাজা হল সজ্জন কুমারের। ১৯৮৪ সালের শিখদাঙ্গায় অভিযুক্ত ছিলেন তিনি। সোমবার দিল্লি হাইকোর্ট দিল্লির এই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এর আগে ট্রায়াল কোর্ট শিখদাঙ্গা মামলায় তাঁকে অব্যাহতি দিয়েছিল। হাইকোর্ট নিম্ন আদালতের সেই রায়কে খারিজ করল।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধি হত্যার পর দিল্লি ক্যান্টমেন্ট এলাকার রাজনগরে পাঁচজনকে হত্যার মামলায় সজ্জনকুমারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০১৩ সালে প্রাক্তন কংগ্রেসি কাউন্সিলার বলওয়ান খোক্কার, প্রাক্তন বিধায়ক মহেন্দ্র যাদব সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে। ২০০৬ সালে বিচারপতি নানাবতী কমিশনের নির্দেশে ২০০৫ সালে সজ্জন কুমারের নামে অভিযোগ দায়ের করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*