বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টেস্ট টিমের ক্যাপ্টেন হিসাবে সাকিব আল হাসানের উপরই ভরসা রাখল। কোচ হাতিরাসিংহে শ্রীলঙ্কার হেড কোচ নিযুক্ত হওয়ায় এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি বিসিসিবি। তাই সাকিবদের খেলতে হবে পুরনো কোচের বিরুদ্ধেই। নির্বাচকরা সহ-অধিনায়ক করলেন মাহমুদুল্লাহকে।
বাংলাদেশ শেষ খেলেছে দক্ষিণ আফ্রিকায়। যেখানে সব ফর্ম্যাটের ক্রিকেটেই হারতে হয়েছিল বাংলাদেশকে। সেখানে টেস্ট অধিনায়ক ছিলেন মুশফিকুর রহমান। এই বছরে ন’টি টেস্টের মধ্যে সাতটিতেই হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডে ২টি, ভারতে ১টি, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে ড্র। দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই মুশফিকুরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সাকিব আবার ছ’বছর পর এই দায়িত্ব পেলেন। এর আগে ন’টি টেস্টের অধিনায়কত্ব করেছেন সাকিব। ২০০৯এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে অধিনায়কত্বের শুরু। এর পর ২০১০এ সাতটি ও ২০১১তে একটি টেস্ট ম্যাচ সাকিবের নেতৃত্বে খেলে বাংলাদেশ। বাংলাদেশ এর মধ্যে মাত্র একটি ম্যাচই জিতেছিল।
Be the first to comment