টি-২০ তে ৩০০তম উইকেট সাকিবের

Spread the love

বাংলাদেশের প্রথম এবং বিশ্বের পঞ্চম বোলার হিসেবে সাকিব আল হাসান টি-২০তে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন। এছাড়া টি-২০ ক্রিকেটে তাঁর চার হাজার রান আছে। গতকাল হায়দ্রাবাদের হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে রোহিত শর্মাকে আউট করা মাত্রই সাকিব ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে যান। সাকিব ছাড়াও টি-২০ তে ৩০০ উইকেট আছে আরও চার জনের। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের ডোরাইন ব্রাভো (৪১৪), শ্রীলঙ্কার লাথিস মালিঙ্গা (৩৪৮), ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (৩২৪) এবং পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি (৩০০)।
সাকিব এবারের আইপিএল নিয়ে মোট আট মরসুম খেলছেন। এছাড়া তিনি পাকিস্তানের প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ ও শ্রীলংকার টি-২০ লিগে অংশ নিয়েছেন। সব মিলিয়ে টি-২০ তে এই বাঁহাতি স্পিনারের সংগ্রহ ৩০০ উইকেট। সাকিব ৩০০ উইকেট প্রাপ্তির পথে দেশের হয়ে নিয়েছেন ৭৫ উইকেট। এছাড়াও আইপিএলে ৪৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে ৪৩ উইকেট নেন কলকাতার নাইট রাইডার্সের হয়ে।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*