ফুটবল বিশ্বে এখন মোহাম্মদ সালাহ ভীষণ পরিচিত নাম। নতুন নতুন রেকর্ড করছেন আর নানান পুরস্কারে শোভিত হচ্ছেন। আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম একাধারে তিনবার প্রিমিয়ার লিগের মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। গত সপ্তাহে জিতেছেন পিএফএ অ্যাওয়ার্ড । এবার জিতলেন ৪০০ সদস্যের ফুটবল সাংবাদিকদের প্রাচীন সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (FWR) বর্ষসেরার পুরস্কার। মিশরীয় ফুটবলার সালাহই প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন।
FWR এর বর্ষসেরার পুরস্কার এই মাসের ১০ তারিখে লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হবে। গত গ্রীষ্মে ৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে রোমা থেকে লিভারপুলে যান। চলতি মরসুমের লিগ ম্যাচে ৩৪ ম্যাচে ৩১ গোল করে প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৩ গোল। আজ রাত দেড়টায় চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লিগের ম্যাচে রোমার মাঠে খেলতে নামবে লিভারপুল। আগের লিগে নিজেদের মাঠে রোমাকে ৫-২ ব্যবধানে হারিয়েছিল লিভারপুল। সেই ম্যাচে জোড়া গোল করেছিল সালাহ।
ফাইল ছবি
Be the first to comment