বর্ষসেরা খেলোয়াড় সালাহ

Spread the love

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। সম্প্রতি ফুটবল রাইটার্স এসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন সালাহ। গত মাসে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছিলেন এই তরুণ তারকা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ৩১ গোল করে সবার উপরে রয়েছেন সালাহ। আজ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে আর একটি গোল করলেই এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়বেন তিনি। এক মৌসুমে ৩১টি করে গোল করার রেকর্ড আছে আরও তিনজনের। তারা হলেন- অ্যালান শিয়ারার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লুইস সুয়ারেজ। এছাড়া চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে ৫০ ম্যাচে ৪৩ গোলও আছে সালাহর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*