১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানি হতে চলেছে আজ । এবছর ৫ এপ্রিল সলমন খানকে পাঁচ বছর কারাবাসের নির্দেশ দেয় যোধপুর আদালত । এরপরই অন্তর্বর্তী জামিনের আবেদন করেন সলমন । ১৭ জুলাই পর্যন্ত বিচারকার্য মুলতুবি রাখে আদালত ।
যোধপুর সেন্ট্রাল জেলে অবশ্য দুই রাত কাটিয়েছিলেন এই অভিনেতা । ১৭ এপ্রিল অন্তর্বর্তী জামিনে ছাড়া পান তিনি । ২৫ মে থেকে ১০ জুলাইএর মধ্যে বিদেশে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছিল তাঁকে । যদিও সইফ আলি খান, নিলম, তব্বু ও সোনালি বেন্দ্রে সহ অন্যান্য অভিযুক্তরা আগেই নির্দোষ সাব্যস্ত হয়েছিলেন । আজ এই মামলার চুড়ান্ত রায় দিতে চলেছে যোধপুর দায়রা আদালতে ।
Be the first to comment