
রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার সকালে সংবাদ মাধ্যমে খবর পাওয়া গিয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই ট্রাফিক পুলিশের হেলপ লাইন হোয়াটসঅ্যাপে নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তারা অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করবে এবং তাঁর গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। মুম্বই পুলিশ নতুন করে একটি অভিযোগ দায়ের করেছে এবং এখন তদন্ত করছে।
সোমবার সকালে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে যে, সলমন খান অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নতুন করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সালমান তাঁর পরিবারের সঙ্গে মুম্বইয়ের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টে-এ বাস করেন। গত বছর, বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত গুন্ডারা সলমনের বাড়িতে গুলি চালিয়েছিল, যার পরে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। গত ২ বছরে পঞ্চমবার হুমকি পেলেন তিনি।
Be the first to comment