প্রধানমন্ত্রীর বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন সলমন নিজামি

Spread the love

মণিশঙ্কর আইয়ারের পর এবার মোদীর বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন সলমন নিজামি নামে এক কংগ্রেস নেতা। শনিবার রাহুল গান্ধীর বংশপরিচয় নিয়ে বড়াই করে নিজামি প্রশ্ন তোলেন, নরেন্দ্র মোদীর কার ছেলে? কার নাতি? গুজরাটের প্রথম দফার ভোটের দিন জনসভায় দাঁড়িয়ে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায়, আমি গরিব পরিবার থেকে উঠে আসায় কটাক্ষ করছে কংগ্রেস। আমি বলতে চাই, দেশই আমার কাছে সব। ১২৫ কোটি ভারতবাসী জন্য আমি নিজেকে উত্সর্গ করেছি। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই কংগ্রেসের দাবি, নিজামি তাঁদের দলের কেউ নন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে ‘নীচ’ বলে আক্রমণ করে দল থেকে সাসপেন্ড হয়েছেন প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ার। গুজরাটে প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রীর বংশপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন নিজামি। পাল্টা জবাব দিতে দেরি করেননি মোদী। তিনি বলেন, টুইটারে আপনাদের গুজরাটের ছেলেকে প্রশ্ন করছে, কে তোর বাপ? কে তোর মা? চরম শত্রুও বাবা-মা তুলে এমনটা বলে না। এটা কি আপনারা মানতে পারবেন? পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, আজাদ কাশ্মীরের দাবি তুলেছেন ওই কংগ্রেস নেতা। ভারতীয় সেনাকে ধর্ষকও বলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*