মহাপ্রয়াণে মহাপৃথিবীর কবি শম্ভু রক্ষিত

Spread the love

অংশুমান চক্রবর্তী

রাজনৈতিক পালাবদলের পর সম্ভবত প্রথম বাংলা আকাদেমির লিটল ম্যাগাজিন মেলা। নন্দন চত্বরে। পুরস্কৃত হবেন কবি-সম্পাদক শম্ভু রক্ষিত। আমাদের শম্ভুদা। মেদিনীপুরের মানুষ হলেও, তিনি কিছুদিন হাওড়ায় থাকার সুবাদে পেয়েছিলাম তাঁর পরম স্নেহ। তো, লিটল ম্যাগাজিন মেলার সেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উঠলেন শম্ভুদা। তাঁর পরেই এলেন কবি জয় গোস্বামী। মঞ্চে আসন গ্রহণের আগে জয়দা প্রকাশ্যে শম্ভুদার পা ছুঁয়ে প্রণাম করলেন। কিছু কিছু মুহূর্ত হয়ে ওঠে কবিতার মতো সুন্দর, পবিত্র। তেমনই ছিল সেই মুহূর্তটি। যা আজীবন মনে রাখার মতো। শম্ভুদা ছিলেন কবিদের কবি। আর জয় গোস্বামী কবি-অকবি সবার কাছেই একজন জনপ্রিয় কবি ব্যক্তিত্ব। জানেন প্রকৃত গুণীর সম্মান করতে। করেন না আলোকালোর তফাৎ। এও এক পরম শিক্ষা। শম্ভুদার প্রতি জয়দার অগাধ শ্রদ্ধা আমার মতো অনেককেই শম্ভুদাকে নতুন ভাবে জানতে উৎসাহিত করেছিল।

আজ চলে গেলেন শম্ভুদা। টুকরো টুকরো অন্তরঙ্গ মুহূর্তের পাশাপাশি সেই স্মরণীয় মুহূর্তটি আজীবনের মতো থেকে গেল আমার সঙ্গে।

তাঁর সম্পাদিত ‘মহাপৃথিবী’ পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার কবিতা। পত্রিকার ৫০তম সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। তবে যেতে পারিনি। আক্ষেপ থেকে গেল। শেষ দেখা হল না…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*