ঘুমন্ত পুলিশ কর্মীর উপর পর পর গুলি । পুলওয়ামায় এসপিও সমীর আহমেদ মীরকে তাঁর ঘরে ঢুকে খুন করল জঙ্গিরা। মঙ্গলবার রাতে পুলওয়ামার হানজান পায়েন গ্রামে ঢুকে এসপিওকে খুন করা হয়। ওই গ্রামেরই বাসিন্দা সমীর। জানা যাচ্ছে, প্রথমে তাঁর বাড়ি ঘিরে ফেলে জঙ্গিরা। পরে এক জঙ্গি ঘরে ঢুকে সমীরের উপর গুলি চালায়। পুলওয়ামায় এখনও বিক্ষিপ্ত ভাবে জঙ্গিরা লুকিয়ে রয়েছে । সেই কারণে প্রায় প্রতিদিন তল্লাশি জারি রেখেছে ভারতীয় সেনা।
জানা গিয়েছে, কয়েকদিন এই হানজান-পায়েন গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে চার জৈশ জঙ্গিদের খতম করা হয়। গতকাল রাতের হামলকারী জঙ্গিরাও একই সংগঠনের বলে দাবি করছে সেনা। প্রতিশোধ নিতেই পুলিশকে খুন বলে মনে করা হচ্ছে। তবে বুধবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে সেনা তল্লাশি। হানজান-পায়েন গ্রাম থেকে গতরাতেই বেরিয়ে যায় জঙ্গিরা বলে খবর, তাই গ্রামের ভিতর ও বাইরে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। প্রায় দেড় থেকে দুই মাস পর ফের জঙ্গিদের টার্গেটে জম্মু-কাশ্মীর পুলিশ।
জানা যাচ্ছে, পুলওয়ামায় চলা জঙ্গি বিরোধী অভিযানে সেনার সঙ্গে সামিল হচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশও। এঁদের মধ্যে বেশিরভাগ পুলিশই পুলওয়ামার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদেরকেই বেছে বেছে খুন করার পরিকল্পনায় জঙ্গিরা বলে সেনা সূত্রে খবর। তাই পুলওয়ামার যে গ্রামগুলিতে জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি, সেখানে বাড়তি নজরদারি চলছে।
Be the first to comment