কাশ্মীরে ভারতের ৩৭০ ধারা প্রত্যাহারের বিরুদ্ধে একতরফা ভাবে সমঝৌতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান ৷ বৃহস্পতিবার ইসলামাবাদ জানিয়েছে, লাহোর থেকে আটারি সমঝৌতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ যদিও রেল জানিয়েছে, পাকিস্তানের এমন সিদ্ধান্তের কোনও খবর নেই রেলের কাছে ৷
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করায় ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই একগুচ্ছ পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ৷
Be the first to comment