কলকাতা, ২৭ নভেম্বর – অস্ত্রের কারণে শহরে ডাকাতির ছক কষেছিল কলকাতা পুলিশের হাতে জঙ্গী সন্দেহে ধৄত সামসেদ মিঞা ৷ বাংলাদেশ থেকে এসে এরাজ্যে গা ঢাকা দিয়ে থাকা আনসার বাংলা টিমের সদস্যদের নিয়েই এই পরিকল্পনা করেছিল তারা ৷ সামসেদকে জিজ্ঞাসাবাদ করে এইরকম চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ৷ ডাকাতির টাকায় আরো অস্ত্র কিনে তা বাংলাদেশে পাচার করাই লক্ষ্য ছিল তাদের ৷ আনসার বাংলা টিমের কাজকর্মে আরো গতি আনতে অস্ত্রের প্রয়োজন ছিল ৷ তাই অস্ত্র যোগান দেওয়ার দায়িত্ব পড়েছিল সামসেদের উপরেও ৷
সামসেদ ও রিজাউল ইসলাম হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে মনোতষের সাথে যোগাযোগ করেছিল অস্ত্রের কারণেই ৷ তারা কিছু অস্ত্র দেখেছিল মনোতষের কাছ থেকে ৷ তবে মনোতষ যেসব অস্ত্র দেখিয়েছিল তা পছন্দ হয়নি সামসেদের ৷ অস্ত্র চেনার ব্যাপারে ও বিস্ফোরক তৈরিতে বিশেষভাবে দক্ষ সামসেদ ৷ ইঞ্জিনিয়ারিং পাশ করা সামসেদের কম্পিউটারেও ভালোই জ্ঞান রয়েছে ৷ এদেশে এসে সে হার্ডওয়ারের আলাদা করে ট্রেনিং নেয় বলেও জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ ৷
ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে ধৄত ৪জনকে জিজ্ঞাসাবাবদ করে জানা গিয়েছে বেশ কয়েকজন বাংলাদেশী রয়েছে এরাজ্যেও ৷ তারা কোথায় সে ব্যাপারে সন্ধান চালাচ্ছে পুলিশ ৷ যারা রয়েছে তাদের হাতে কোনো অস্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মনোতষকেও ৷ মনোতষ বাংলাদেশে অস্ত্র পাচারের পাশাপাশি এদেশে আসা বাংলাদেশীদের কাছেও অস্ত্র বিক্রি করত বলে জানতে পেরেছে পুলিশ ৷
Be the first to comment